• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কণ্ঠশিল্পী মমতাজের বাড়িতে ২১তম মধুর মেলা


সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ০১:১০ পিএম
কণ্ঠশিল্পী মমতাজের বাড়িতে ২১তম মধুর মেলা

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাবা প্রয়াত মধু বয়াতির স্মরণে ‘মধুর মেলার’ আয়োজন করা হয়েছে। 

বছরের মতো এবারও ১ জানুয়ারি মমতাজ বেগমের নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে তিন দিনব্যাপী শুরু হচ্ছে ২১তম এ আসর। 

মহামারি করোনার কারণে গেল বছর মেলা বন্ধ থাকলেও এ বছর স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন সম্পন্ন করা হয়েছে। মেলা চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।

মেলার মূল আকর্ষণ উপমহাদেশের বিখ্যাত বাউলশিল্পীদের অংশগ্রহণে লোকজ ও পালা গানের অনুষ্ঠান। প্রতিদিন দুপুর ৩টা থেকে শুরু হয়ে রাতব্যাপী চলবে গানের আসর ।

শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

মেলার প্রথম দিন গান পরিবেশন করবেন শাহ আলম সরকার ও কাজল দেওয়ান। এছাড়া দিন রাত এবং পরদিন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ফোক, বাউল, কাওয়ালী, বিচ্ছেদ, মরমী, আধুনিক ও পালা গানের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করবেন। মেলার শেষ দিন ৩ জানুয়ারি ওপার বাংলার শিল্পীদের অংশ গ্রহণে কবি গানের আসর অনুষ্ঠিত হবে। 

সরেজমিন দেখা গেছে, মেলাকে ঘিরে বাউল কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ। দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, মিনিট্রেন ও বিদ্যুৎ চালিত নৌকাসহ বিভিন্ন প্রকার রাইডস।

মমতাজ বেগম বলেন, “আকাশ সংস্কৃতির মহারণে লোকজ গান, ক্ষুদ্র ও কুটির শিল্প আজ নিদারুণ আগ্রাসনের শিকার। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অস্তিত্বকে টিকিয়ে রাখার উপলব্ধি থেকে আমার প্রয়াত বাবা মধু বয়াতির নামে এ মেলার আয়োজন করেছি। এ মেলায় সকলের উপস্থিতি আমার এ ক্ষুদ্র আয়োজনকে আরো সার্থক ও সুন্দর করে তুলবে।”

Link copied!