• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

কক্সবাজারে কিশোরী ধর্ষণ, ২ যুবক আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৮:১৩ এএম
কক্সবাজারে কিশোরী ধর্ষণ, ২ যুবক আটক

কক্সবাজার শহরে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। তারা ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে দাবি করছে পুলিশ।

আটক যুবকরা হলেন- রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম (২১) ও আবুল কাশেমের ছেলে গিয়াস উদ্দিন (২২)।

শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন  কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মুনির উল গিয়াস ।

তিনি জানান, গত ১৯ জুলাই রাতে শহরে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠে। এই ঘটনায় ২৮ জুলাই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায়  ধর্ষণে অভিযুক্ত সাইফুল ও গিয়াসকে আটক করা হয়। পরে শনিবার আদালতে হাজির করা হলে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তারা।

Link copied!