• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ওরসে যাওয়ার পথে বাস উল্টে চালক নিহত


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১২:৩৩ পিএম
ওরসে যাওয়ার পথে বাস উল্টে চালক নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চরমোনাই ওরসগামী একটি বাস উল্টে এর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালক নাজমুলের (৩৫) বাড়ী রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তারা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে। 

জানা গেছে, বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের ওরসে যাচ্ছিল। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। 

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, ধারনা কর হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!