• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
গাইবান্ধায় নারী দিবসে র‍্যালি

ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন 


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০২:৫১ পিএম
ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন 

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার উদ্যোগে একটি র‍্যালি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির আগে সংগঠনের কার্য্যালয়ের সামনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুভাসিনী দেবী। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, লিজা উল্ল্যা, মাসুদা আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, নানা ভাবে নারী দিবস উদযাপন হচ্ছে। কিন্তু নারী আজও তাদের কাঙ্খিত মর্যাদা-অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। তাই নারী দিবসের চেতনাকে ধারণ করে শোষিত ও নিপীড়িত নারীর মুক্তির আন্দোলনকে সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী চেতনায় এগিয়ে নিতে আহ্বান জানান। বক্তারা সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক-জুয়া, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, পর্নোগ্রাফি বন্ধসহ মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সারা বিশ্বে শ্রমজীবী নারীসহ গোটা নারী সমাজ এই দিনটিতে তাদের সমঅধিকার, মর্যাদা ও শ্রম ঘণ্টা কমানো, কর্ম পরিবেশের উন্নতি,  কাজের ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে ছিল। পরবর্তীতে ১৯১০ সালের ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে সমাজতান্ত্রিক নারী নেত্রী ক্লারা জেৎকিন ৮ মার্চ নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন এবং তা গৃহীত।

Link copied!