• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘এ’ ক্যাপসুল খাওয়ানো বিষয়ক কর্মশালা


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০২:৪১ পিএম
‘এ’ ক্যাপসুল খাওয়ানো বিষয়ক কর্মশালা

চুয়াডাঙ্গায় এ বছর প্রায় দেড় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

জানা যায়, এ বছর চুয়াডাঙ্গায় ১ লাখ ৩৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ১৬ হাজার ৫৪ জন এবং ১ থেকে ৫ বছরের শিশু রয়েছে ১ লাখ ২০ হাজার ৯৭১ জন। জেলার চারটি উপজেলা ও চারটি পৌরসভার ৬টি স্থায়ী ও ৯০০টি আউটরিচ কেন্দ্রে ২৯০ জন স্বাস্থ্যকর্মী ও ১৮১০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে অংশ নেবে। তাদের এ কাজ মনিটরিং করবে ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক।

কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা তুলে ধরে বিভিন্ন  স্লাইড প্রদর্শন করেন তিনি।

Link copied!