• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ঋণের টাকা চাইতে গিয়ে মার খেলেন ব্যাংক কর্মকর্তা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৫:০০ পিএম
ঋণের টাকা চাইতে গিয়ে মার খেলেন ব্যাংক কর্মকর্তা

ফেনীতে ঋণের টাকা চাইতে গিয়ে মার খেয়ে ফিরেছেন আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যাংক কর্মকর্তা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হামলাকারীকে আটক ও বিচার দাবিতে ব্যাংকার্স ফোরাম প্রতিবাদ সভা করেছে।

আবদুল্লাহ আল মামুন যমুনা ব্যাংক ফেনী শাখার এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ সূত্র জানায়, শহরের মেসার্স ইউছুফ মাল্টি ট্রেডার্সের মালিক ও সোনাগাজীর বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের বেপারী বাড়ির রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আবু ইউছুফ যমুনা ব্যাংক ফেনী শাখা থেকে ২০১৬ সালে ২৫ লাখ টাকা ঋণ নেন।

২০১৯ সালের ঋণের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি ঋণের কিস্তির টাকা পরিশোধ করেননি। চলতি বছরের গত ৮ নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ৪ লাখ ৬৫ হাজার ৮০২ টাকা ব্যাংক কতৃর্পক্ষ তার কাছে পাওনা রয়েছে। এর প্রেক্ষিতে তাকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়। 

সোমবার (২২ নভেম্বর) দুপুরে ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আবদুল্লাহ আল মামুন ও এসিস্টেন্ট অফিসার জসিম উদ্দিন তার দোকানে যান। ইউছুফের কাছে ঋণের পাওনা টাকা চাওয়া মাত্র তিনি গালমন্দ করেন। একপর্যায়ে মামুনকে কিল-ঘুষি ও পিটিয়ে আহত করে।

ব্যাংক কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ঋণের পাওনা টাকা চাইতে গেলে ইউছুফ ক্ষুদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। এলোপাতাড়ি কিল-ঘুষি ও এসএস পাইপের আঘাতে বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন ব্যাংক কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আসামি আবু ইউছুফ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ফেনী ব্যাংকার্স ফোরাম হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে। ফোরামের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সামছুল করিম মজুমদার। তারা ঘটনায় জড়িত আবু ইউছুফকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!