• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে বানভাসি মানুষের মাঝে উপহার বিতরণ


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ০৬:৫১ পিএম
ঈদে বানভাসি মানুষের মাঝে উপহার বিতরণ

ঈদুল আজহার দিনে বন্যার্ত মানুষের মাঝে কোরবানির মাংস এবং উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর হোসেন।

রোববার সুনামগঞ্জ সদর উপজেলার আমবাড়ী, সৈয়দপুরসহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী এবং বন্যার্ত মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, তেল, পেয়াজ, মাংসের মশলা, সেমাই, চিনি ও গুড়া দুধ।

ডিসি মো. জাহাঙ্গীর হোসেন এসময় বন্যার্ত মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, “সবার মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতেই ঈদের দিন চেষ্টা করেছি সবার কাছে প্রয়োজনীয় কিছু খাদ্য পৌঁছে দিতে, যাতে তারাও ঈদের দিন ভালো খাবার খেতে পারে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!