নারায়ণগঞ্জের সোনারগাঁয় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের থেকে ২১ হাজার ৩শ ৫০ ইয়াবা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের র্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের সিরাজ কলোনী এলাকার কবির আহম্মদের ছেলে মো. সেলিম উদ্দীন, কক্সবাজারের কুতুপালং এলাকার মৃত গোলওজানের স্ত্রী ছোহরা খাতুন।
স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম জানান, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন সেলিম ও ছোহরা। বুধবার রাতে নারায়ণগঞ্জ এলাকায় মাদক বিক্রি করতে আসার সময় ২১ হাজার ৩শ ৫০ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সোনারাগাঁ থানায় মামলা করা হয়েছে।