• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ইমাম সেজে মাদক ব্যবসা, মাদকসহ আটক ২


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৯:৫৪ পিএম
ইমাম সেজে মাদক ব্যবসা, মাদকসহ আটক ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মসজিদের ইমাম সেজে মাদক কারবারির সময় দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

তাদের রোববার (১৯ ডিসেম্বর) বিকালে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর দরগাখোলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমাম পরিচয়ে আটককৃত প্রধান আসামি হচ্ছে বাগেরহাটের আস্থাইল এলাকার হালিম খানের ছেলে বোরহান উদ্দিন (৪০)। আটক অন্য সহযোগী হলেন গোপালগঞ্জ জেলার চর গোবরা গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে হেলাল মোল্লা (২৮)।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছি। প্রধান আসামি বেরহান সে কোরআনে হাফেজ ও কাঠালবাড়ী ফেরিঘাটে একটি মসজিদের ইমামতি করেন বলে পরিচয় দেয়। বোরহান ইমামের লেবাস ধরে সে মাদক ব্যবসা পরিচালনা করে। তিনি পেশাদার আন্তজেলা মাদক ব্যবসায়ী। বোরহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৭টি মামলা রয়েছে। ওদের দুই জনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় আরো একটি মাদেকের মামলা রুজু করা হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!