খুলনার কয়রা উপজেলায় অবৈধভাবে বৈদ্যুতিক তার দিয়ে রফিকুল গাজীর তৈরি করা ইঁদুর মারা ফাঁদে বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতের আধারে খোকন মোড়ল (৪৫) নামে এক কৃষকের মারা গেছেন।। সে ওই গ্রামের ইসমাইল মোড়লের ছেলে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাগালি ইউনিয়নের গাজীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভোরে স্থানীয়রা রফিকুল গাজীর ধান ক্ষেতে বৈদ্যুতিক তারের সঙ্গে একটি লাশ দেখতে পেয়ে কয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, রফিকুল গাজী তার ধান ক্ষেতে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা করতে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করে রাখে। পরে রাতের আধারে কোন এক সময় খোকন মোড়ল ওই ধান ক্ষেতে নামলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
আমাদি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।