বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ২ নং তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কার্যর্নিবাহী সদস্য উথোয়াইনু মার্মা হত্যা মামলার আসামি চিশৈউ মার্মাকে (৪২) আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তাকে কোর্টে পাঠানো হবে।
বুধবার (১ ডিসেম্বর) সকালে বান্দরবান বাজার চৌধুরী মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। চিশৈউ ওই পাড়ার ক্যয়ংহ্লাঅং মার্মার ছেলে।
আটক ব্যক্তিকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ওসি মো. আব্দুর মান্নান।
সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার ২ নং তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা উথোয়াইনু মারমাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এরপর আসামিদের খোঁজতে অভিযান পরিচালনা করেন। অবশেষে সেনাবাহিনী অভিযানে তাকে আটক করতে সক্ষম হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর মান্নান জানান, বান্দরবান বাজারে তাকে আটক করার পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।