• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আ. লীগ নেতার রোগ মুক্তি চেয়ে বিএনপি নেতার স্ট্যাটাস


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৩:৫৫ পিএম
আ. লীগ নেতার রোগ মুক্তি চেয়ে বিএনপি নেতার স্ট্যাটাস

জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ শেরপুরের এক আওয়ামী লীগ নেতার রোগমুক্তি কামনা ও দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শহর বিএনপি’র সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ওই স্ট্যাটাস দেন।
 
কিডনি রোগে আক্রান্ত ওই নেতার নাম মোহাম্মদ নাজিমুল হক নাজিম। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি  একাধারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেরপুর ক্রিকেট ক্লাব সাইকার সভাপতির দায়িত্বে আছেন। 

রাজনীতির মাঠে বৈরি ভাবাপন্ন ওই প্রধান দুই দলের এক নেতার প্রতি আরেক নেতার সহমর্মিতার ঘটনায় অন্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এ বিষয়ে সাধুবাদ জানিয়েছেন।

মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি অত্যন্ত ভাল বলে মনে করছেন জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন।   

serpur

বিএনপি নেতা মামুনুর রশীদ পলাশ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “আমাদের সবার পরিচিত মুখ, শেরপুর ক্রিকেট ক্লাব সাইকার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ভাই। তিনি কিডনি সমস্যা জনিত কারণে পপুলার হাসপাতালে ভর্তি। ডায়ালাইসিস শুরু হয়েছে। ওনার জন্য দোয়া কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন।”

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত জানান, নাজিমের শারীরিক অবস্থা ভাল না। অস্বাভাবিকভাবে তার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেছে। তাই তাকে রাজধানীর ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেল রোববার সন্ধ্যা ৭টায় আড়াই ঘণ্টা ব্যাপী তার ডায়ালাইসিস করা হয়েছে। সোমবার সাড়ে চার ঘণ্টাব্যাপী এবং আগামীকাল মঙ্গলবারও তার ডায়ালাইসিস করা হবে। তিনি বর্তমানে ওই হাসপাতালের ৪ নম্বর ভবনের ৫১৫ নম্বর কেবিনে আছেন। 

মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএনপি নেতা মামুনুর রশীদ পলাশ বলেন, তার বাবা জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট কালাম রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস করতেন। কালের পরিক্রমায় এক সময় তা নষ্ট হয়ে যায়। তাই পিতার দেখানো পথ অনুসরণ করে রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিনি কাজ করে যাচ্ছেন। 

মামুনুর রশীদ পলাশ আরো বলেন, “সব জায়গায় রাজনীতি চলে না। নাজিম ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। এছাড়া তিনি আমাদের ক্লাবের সভাপতি।” 

Link copied!