• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

আসল পুলিশের হাতে নকল পুলিশ আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৬:৪৯ পিএম
আসল পুলিশের হাতে নকল পুলিশ আটক

ফরিদপুর সদর উপজেলায় আহসান বিশ্বাস (৩২) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কানাইপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি যশোরের শার্শা উপজেলার বাঘাছাড়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, কানাইপুর এলাকায় এক ব্যক্তির মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চেয়ে টাকা দাবি করেন আহসান। নিজেকে তখন সিআইডি পুলিশ দাবি করেন তিনি। এসময় তাদের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী আহসানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 
 

Link copied!