• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

আশুগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৮:০৮ পিএম
আশুগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
গাঁজাসহ আটক মো. জসিম উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ মো. জসিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

আটক জসিমের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানার ঝাপাসী গ্রামে বলে জানায় পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজাদ রহমান বলেন, “গতকাল (মঙ্গলবার) রাতে আশুগঞ্জ টোল প্লাজায় পুলিশ চৌকির মাধ্যমে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ জসিমকে আটক করা হয়।”

আটক জসিমের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।
 

Link copied!