• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের উদ্বোধন


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ৩০, ২০২২, ০৬:৩৮ পিএম
আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের উদ্বোধন

নরসিংদী বেলাব উপজেলার নারায়ণপুর বাজার রোডে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৬১৮তম আউটলেট এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় বেলাব উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. শমসের জামান ভূইয়া লিটন এর উদ্বোধন করেন।

নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্ব ও মো. মনির নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংক ভৈরব শাখার ব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রধান কার্যালয়ের অ্যাক্সিকিউটিভ অফিসার ইকবাল বাহার ও নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- বেলাব আরাফাহ ইসলামী ব্যাংকের ৬১৮তম শাখার প্রো. মো. আবুল কাসেম, নারায়ণপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম, বাজারের ব্যবসায়ীরা, সাংবাদিক প্রমুখ।

সম্পূর্ণ শরিয়াহ মোতাবেক পরিচালিত আল আরাফাহ ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সমূহ ও ইসলামী শরিয়াহ অনুযায়ী এর সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা।

Link copied!