• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০৯:০৭ এএম
আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনার তালতলীতে আলোচিত ও চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোরবার (১৭ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মো. সাখাওয়াত হোসেন।

পুলিশ জানায়, উপজেলার টেংরাগিরি-ইকোপার্কে বেড়াতে আসা এক পর্যটককে গণধর্ষণের মামলার প্রধান আসামি সোহাগ। তিনি হরিণবাড়িয়া এলাকায় একটি বাসায় অবস্থান করছেন, এমন একটি গোপন সংবাদে ভিত্তিতে শনিবার (১৬ এপ্রিল) রাতে ওসি কাজী মো. সাখাওয়াত হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালায়। সেখান থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। 

ওসি কাজী মো. সাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তার সোহাগকে আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

২০২১ সালের ৩১ মার্চ বিকেলে আমতলী থেকে টেংরাগিরি-ইকোপার্কে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে আসেন শ্যালিকা। শ্যালিকাকে পরিচিত মোটরসাইকেল ড্রাইভারের কাছে রেখে দোকান থেকে পানি আনতে যান দুলাভাই। এই সুযোগে মোটরসাইকেল ড্রাইভারকে গাছের সঙ্গে বেঁধে চারজন বখাটে ওই নারীকে ধর্ষণ করে। এরপর ওই নারীকে অচেতন অবস্থায় ইর্কোপার্কে ফেলে রেখে পালিয়ে যায়। পরে দুলাভাইয়ের সহযোগিতায় স্থানীয়রা ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন।

এরপর ওই নারী বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন। ইতোপূর্বে পুলিশ অপর তিন আসামি রুবেল (২৮), মিজানুর (২৪) ও জাহিদুলকে (২৭) গ্রেপ্তার করে।

Link copied!