সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ভেতর আরও চার কনটেইনারে দাহ্য রাসায়নিক পদার্থ আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বিশেষ পদ্ধতিতে সেগুলো অপসারণের চেষ্টা চলছে।
সোমবার (৬ জুন) দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।
কর্নেল আরিফুল বলেন, ‘চার কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এখন এই কনটেইনারগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে। এ কারণে ডিপোতে এখনও আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বাকি কাজ করা হবে।”
কনটেইনার থেকে ধোঁয়া বের হলে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান আরিফুল ইসলাম। তিনি বলেন, “যেসব কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে, সেগুলোর ভেতরে কাপড় ছিল। পানি ছিটানোর পর আগুন নিভে কাপড় থেকে ধোঁয়া বের হচ্ছে।”
আগুন লাগার সময় বিএম ডিপোতে আড়াই হাজারেরও বেশি কনটেইনার ছিল। এরমধ্যে ১ হাজার ৩০০টি খালি, ৮০০টি রপ্তানিযোগ্য এবং ৫০০টির মতো কনটেইনারে আমদানি পণ্য ছিল। এ ছাড়া ২৪টির মতো কনটেইনারে হাইড্রোজেন পার-অক্সাইড ছিল।
শনিবার (৪ জুন) গভীর রাতে আগুন লাগে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।