• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘আমরা বাল্যবিবাহ করব না’


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৩:৪৫ পিএম
‘আমরা বাল্যবিবাহ করব না’

‘আমরা বাল্যবিবাহ করব না’ মুখে এই কথা উচ্চারণ করে শপথ নিয়েছে শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মডেল গার্লস স্কুলের শিক্ষার্থীরা। শনিবার (৫ মার্চ) সকালে ওই স্কুলে উপস্থিত সব শিক্ষার্থীকে শপথ গ্রহণ এবং স্কুলশিক্ষার্থীদের সংগঠন ফাইট ফর চিল্ড্রেনস রাইটসের (এফএফসিআর) নির্ধারিত ফরমে স্বাক্ষর গ্রহণ করা হয়। এফএফসিআর এ কার্যক্রমের আয়োজন করে।

শপথ ও স্বাক্ষর গ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন মডেল গার্লস স্কুলের শিক্ষক দিলরুবা বেগম। এ সময় সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাংবাদিক ও কবি রফিক মজিদ, প্রভাষক ও সাংবাদিক মাসুদ হাসান বাদল, এফএফসিআর সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিদম উপস্থিত ছিলেন।

এফএফসিআর সূত্র জানায়, শিশু অধিকার রক্ষায় এই ক্যাম্পেইন শহরের বিভিন্ন স্কুলে পরিচালিত হবে। আর এ কার্যক্রম চলমান থাকবে বছরব্যাপী।

এফএফসিআরের সভাপতি ফরাবি জাবিন সায়েরি জানায়, করোনার কারণে দীর্ঘদিন পর স্কুল-কলেজ খোলা হয়েছে। ইতিমধ্যে অনেক শিশুকন্যাকে পারিবারিক চাপে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় কাজ শুরু করা হলো।

Link copied!