• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

আপত্তিকর ছবি প্রকাশের প্রতিবাদ করায় প্রেমিকাকে হত্যা


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ১১:০৪ এএম
আপত্তিকর ছবি প্রকাশের প্রতিবাদ করায় প্রেমিকাকে হত্যা

আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে প্রেমিকাকে শ্বাস রোধ করে হত্যা করেছেন হোসেন (২১) নামের এক যুবক। 

গত ৩০ আগস্ট (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দামুয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি জানান কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান খান।

অভিযুক্ত প্রেমিক কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সবারকুঠি গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি দামুয়ারচালা গ্রামে ভাড়া থাকতেন। অন্যদিকে হত্যাকাণ্ডের শিকার আকলিমা (১৮) কাপাসিয়া উপজেলার দামুয়ারচালা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।

এসআই নাহিদ হাসান খান জানান, হোসেনের সঙ্গে আকলিমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে হোসেন তার প্রেমিকার কিছু আপত্তির ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ৩০ আগস্ট সন্ধ্যায় আকলিমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন হোসেন। পরে লাশ পাশের একটি নালায় ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে ও পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হোসেনকে গ্রেপ্তার করে। ১ আগস্ট কাপাসিয়া থানার হত্যা মামলা করে হোসেনকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে হত্যা মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!