• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আনুশকা হত্যার দ্রুত বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বালন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৯:৩২ পিএম
আনুশকা হত্যার দ্রুত বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বালন

রাজধানীর ধানমন্ডির ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যার এক বছর আজ। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন আনুশকার স্বজন ও সহপাঠীরা।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আনুশকা স্মরণে মাস্টারমাইন্ড স্কুলের সামনে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে একটি র‍্যালি বের হয়ে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে গিয়ে শেষ হয়েছে।

র‍্যালিতে অংশ নেন আনুশকার মা শাহ নূরী আমিন, মহিলা পরিষদের আইনজীবী ও সদস্য, মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী, সহপাঠী ও তাদের স্বজনরা।

আনুশকার মা শাহ নূরী আমিন বলেন, “প্রথমে পুলিশ যে প্রতিবেদন দিয়েছিল, তাতে আমরা সন্তুষ্ট ছিলাম না। কিন্তু পরবর্তী সময়ে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে, তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। এখন আমরা দ্রুত বিচার বাস্তবায়ন চাই।”

মেয়ের স্মরণে সহপাঠীদের র‍্যালিতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আনুশকার মা বলেন, “আমার মেয়েকে অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ধর্ষণের পরে আবার ফরেন বডি দিয়ে নির্যাতন করা হয়েছে। আমি ঘাতকের সঠিক বিচার চাই।”

মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে আনুশকার সহপাঠীরা বলেন, “ঘটনার মূল হোতা দিহানকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই শাস্তি নিশ্চিত হলে দিহানের মতো আর কেউ এমন ন্যক্কারজনক কাজের সাহস পাবে না।”

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নি শিখা দাস পুরোকায়স্থ বলেন, “আমাদের সমাজে নারীদের আটকে রাখা হচ্ছে। কিন্তু মানুষ যেমন দুই পা দিয়ে চলে, তেমনি সমাজেও মেয়েদের পা বাঁধা বন্ধ করতে হবে। নারীদের সমাজে মুক্তভাবে প্রতিষ্ঠা করতে হবে। আমরা নারীরা মুক্তিযুদ্ধ করেছিলাম সমান অধিকারের আশায়। তেমনি আমরা সমান বিচার চাই।”

নারীদের অধিকার রক্ষায় কাজ করা শিখা আরও বলেন, “আনুশকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকাবহ নই। আমরা আরও শক্তি সঞ্চার করতে চাই। আনুশকা হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই হত্যার বিচার বাস্তবায়নের মাধ্যমে দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে।”

বাংলাদেশ মহিলা পরিষদের আইনজীবী দীপ্তি রানী সরকার বলেন, “আমরা রাষ্ট্রপক্ষ ও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট। এরই মধ্যে এই মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। তবে আমরা চাই দ্রুত সময়ে বিচার বাস্তবায়ন করা হোক। কারণ, বিচার দীর্ঘায়িত হলে ন্যায়বিচার পাওয়ার শঙ্কা তৈরি হয়। আনুশকা হত্যায় সঠিক বিচার না হওয়া পর্যন্ত এই মামলায় সব ধরনের আইনি সহযোগিতা করবে মহিলা পরিষদ।”

মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে আনুশকা নূর আমিনের পরিবারের সদস্য ছাড়াও তার সহপাঠীরা অংশ নেন।

Link copied!