• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালতের নিষেধ সত্ত্বেও সাইনবোর্ড ইংরেজিতে


মো. শহিদুল ইসলাম, বরিশাল
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৫:২৬ পিএম
আদালতের নিষেধ সত্ত্বেও সাইনবোর্ড ইংরেজিতে

২০১৪ সালে হাইকোর্টের এক আদেশে দেশের সব সাইনবোর্ডে ইংরেজি অক্ষর ব্যবহার বন্ধ করতে বললেও আজ ৮ বছরেও বরিশালে এই নির্দেশনা কাউকে মানতে দেখা যায়নি। বরিশাল নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ইংরেজি সাইনবোর্ডের ব্যবহার বেশি লক্ষ করা যায়। বাংলায় সাইনবোর্ড লেখার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সে বিষয়ে প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে কোনো গুরুত্ব দেখা যায় না। তবে অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, আদালতের নির্দেশনা সম্পর্কে অনেকেই জানেন না। এ অবস্থায় ইংরেজি অক্ষরের সাইনবোর্ড অপসারণের জন্য বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যক্রম নেই।

জানা গেছে, ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সরকারি দপ্তরের নামফলক এবং গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বলেন। সংবিধানের ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এ ছাড়া বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭-এর ৩ ধারায়ও সরকারি অফিস, আদালত, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল-জবাব এবং অন্যান্য কাজে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নগরীর সদর রোড, চকবাজার, কাকলীরমোড়, বাংলাবাজার, নতুন বাজারসহ নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, মোবাইল কোম্পানি, ব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার,  বটতলা মোড়ে প্লাস পয়েন্ট, ইলেকট্রনিকস দোকানসহ অধিকাংশ প্রতিষ্ঠানে সাইনবোর্ড ইংরেজি অক্ষরে লেখা। তবে কিছু প্রতিষ্ঠানে বাংলা-ইংরেজি লেখাসহ সাইনবোর্ড চোখে পড়েছে। সেই হিসেবে ইংরেজি লেখা সাইনবোর্ড অনেক বেশি।

নগরীর সদর রোডের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বরিশাল নগরীতে টপ টেন, প্লাস পয়েন্ট, ইজি ফ্যাশন হাউসের দুটি শোরুম, দর্জিবাড়ি, ভারগো, বে, বাটা, অ্যাপেক্স, সনি র‌্যাংগস, সিঙ্গার, ট্রান্সকমসহ আরও অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যারা এই নির্দেশনা সম্পের্কে জানা সত্ত্বেও কেউ মানছে না।

সদর রোডের স্বর্ণ ব্যবসায়ী আজাদ হোসেন বলেন, ‘ইংরেজি অক্ষরে সাইনবোর্ড ব্যবহার করা যাবে না, এ বিষয়ে অবগত নই। তবে আদালতের নির্দেশনা আছে যেহেতু বাংলা অক্ষরের নতুন সাইনবোর্ড ব্যবহার করব।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহনা আক্তার জানান, বরিশাল নগরীর শোরুম, ব্যাংক, ব্যাংকের বুথগুলোতে বেশির ভাগ ইংরেজি অক্ষরের লেখা সাইনবোর্ড ব্যবহার করে। এ ছাড়া কিছু কোচিং সেন্টার আছে, যেগুলো বড় বড় ইংরেজি অক্ষরে বিজ্ঞাপন এবং সাইনবোর্ড ব্যবহার করে আসছে। এসব স্থানে বাংলার ব্যবহার নেই বললেই চলে।

মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ বলেন, ‘বাংলা ভাষার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। চারপাশে ভাষার ব্যবহার দেখলেই আমরা তা বুঝতে পারি। আমাদের সমাজে ইংরেজি বলা এবং তার বিভিন্ন ব্যবহার বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। হয়তো ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা তাই ভাবছেন, ইংরেজি নাম ব্যবহার করে দোকান মডার্ন হিসেবে প্রতিষ্ঠা করে। আসলে এটি ভুল ধারণা তাদের। আইন প্রয়োগ করে এসব বন্ধ করা উচিত। বাংলা ভাষাকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে।’

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. ফারুখ হোসেন জানান, ‘বিষয়টি আমাদের নজরে আছে, তবে কতসংখ্যক ব্যবসায়ী ইংরেজি অক্ষরের সাইনবোর্ড ব্যবহার করছেন, তার নির্দিষ্ট কোনো তথ্য নেই।’

চলতি মাসেই সিটি করপোরেশন ও বরিশাল জেলা প্রশাসনের সম্মিলিত উদ্যোগে নগরীতে অভিযান চালিয়ে এসব সাইবোর্ড অপসারণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

তবে এর আগেও ব্যবসায়ীসহ অন্যান্য প্রতিষ্ঠানে একাধিকবার বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানান বিসিসির নির্বাহী কর্মকর্তা।

Link copied!