শেরপুরের নকলা ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ উপজেলার বানেশ্বরদী ইউনিয়নে পৃথক পৃথক স্থানে আদালত পরিচালনা করে এ অর্থ দণ্ডাদেশ দেন।
এর আগে সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করে একই পরিবহনে একাধিক মাইক বেঁধে প্রচার চালানোর ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা রুমীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নির্বাচনী প্রচার কার্যালয়ে আলোকসজ্জা করায় আনারস প্রতীকের প্রার্থী মাজহারুল আনোয়ার মহব্বতকেও এক হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, নির্বাচনের তারিখ যতই কাছে চলে আসছে ঠিক সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থী এবং তার কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোস্তাফিজুর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, নির্বাচন পরিচালনা ও সুষ্ঠুভাবে সমাপ্ত করার লক্ষ্যে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৮ নভেম্বর জেলার নকলা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৮২টি কেন্দ্রের ৩৫৪টি বুথে মোট ১ লাখ ৩৮ হাজার ৯৫০ জন ভোটার নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৭০ হাজার ৫৬৭ জন এবং পুরুষ ভোটার ৬৮ হাজার ৩৮৩ জন।