কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি নির্বাচনের বিরোধের জেরে স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম সিদ্দিকুর রহমান (৪০)। তিনি চরপাড়া গ্রামের ওমর মণ্ডলের ছেলে ও উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চাঁদগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আহতরা হলেন নিহতের ভাই আনিছুর রহমান, আবদুল খালেক ও বাদশা মণ্ডল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকসহ কয়েকজন স্বজন শুক্রবার সকালে চরের মাঠে ফসলের খেতে কাজে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত তাদের ওপর শটগানের গুলি ছোড়ে। এতে সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ হন আরও তিনজন।
স্থানীয় লোকজন জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, প্রতিপক্ষের শটগানের ছররা গুলিতে সিদ্দিক মারা যান। আহত হন তিনজন। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।