• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

আইস-ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ১২:৪৫ পিএম
আইস-ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফের নাফ নদী সীমান্ত থেকে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপ সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন টেকনাফের মোচনী ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের মো. আবুল কাশেমের ছেলে মো. সিরাজুল ইসলাম (২৮) এবং জাদিমুরা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের মো. ফারুক আহমেদ এর ছেলে সৈয়দ সালাম (৩৮)।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ বলেন, ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর জালিয়ারদ্বীপ জল-সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে এমন খবরে বিজিবির একটি বিশেষ দল অভিযান চালায়। বিজিবির সদস্যরা নাফ নদীর জালিয়ার দ্বীপের পাশে কাঠের নৌকা নিয়ে মাছ ধরা এক ব্যক্তি এবং মিয়ানমার থেকে নাফ নদীতে সাঁতরিয়ে আসা আরেক ব্যক্তিকে দেখে। তারা একটি বস্তা হস্তান্তর করে। ওই সময় বস্তাটি জব্দ করে সেই ব্যক্তিদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

Link copied!