• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৩:০৪ পিএম
অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

ফরিদপুরে পিস্তল, দেশি অস্ত্র, মাদক, টাকাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (১২ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। 

আটকরা হলেন ফরিদপুর শহরের মামুদপুর এলাকার গোলাম মোস্তফা (৪৬) এবং তার স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)। 

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহরের মামুদপুরে গোলাম মোস্তফার বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটারগান, দুটি স্টিলের ছোরা, দুটি তলোয়ার ও একটি রামদা জব্দ করা হয়।

জামাল পাশা আরও জানান, এই অভিযানে ৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করেন। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ সময় তার বাড়িতে থাকা মাদক বিক্রির ৬০ হাজার টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইন পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। 

Link copied!