• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

অনলাইন জুয়ারি আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০৫:৪৬ পিএম
অনলাইন জুয়ারি আটক

ফরিদপুরে রাশেদুল ইসলাম (২৩) নামে এক অনলাইন জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জুয়া খেলায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, ৬১ হাজার টাকা ও ডাচ-বাংলা ব্যাংকের একটি চেক জব্দ করা হয়।

শুক্রবার (৮ এপ্রিল) বিকালে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার একটি বিকাশের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় রাশেদুল ইসলাম নামে এক অনলাইন জুয়ারিকে আটক করা হয়। আটক রাশেদ শহরের রথখোলা এলাকার আয়নাল মিয়ার ছেলে। 

ডিবির ওসি রাকিবুল ইসলাম জানান, অনলাইন জুয়া প্রকৃত পক্ষে একটি প্রতারণার ফাঁদ। এই ফাঁদে পড়ে প্রতিদিন অসংখ্য মানুষ অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত হচ্ছে। তাইতো অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম নামে এক অনলাইন জুয়ারিকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Link copied!