• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

অতিরিক্ত পুলিশ সুপার লাবণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ১১:২৯ এএম
অতিরিক্ত পুলিশ সুপার লাবণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলা থেকে লাবণী আক্তার নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) রাত ১টার দিকে শ্রীপুরের সারঙ্গদিয়া গ্রামের তার নানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার ককে পুলিশ।

লাবণী আক্তার খুলনায় ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি বরালিদাহ গ্রামে। তার স্বামী মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের তারেক রহমান বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান গণমাধ্যমকে জানান, নানার বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Link copied!