• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

‘অচিরেই বাংলাদেশের গণমাধ্যম অনলাইনভিত্তিক হবে’


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৬:৪৩ পিএম
‘অচিরেই বাংলাদেশের গণমাধ্যম অনলাইনভিত্তিক হবে’

অচিরেই বাংলাদেশের সংবাদমাধ্যম পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া। 

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে ও তত্ত্বাবধানে সাংবাদিকদের ডাটাবেইস তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিকসহ অন্যান্য মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে শাহেনুর মিয়া এসব কথা বলেন।

তথ্য কর্মকর্তা বলেন, “ধারাবাহিকভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিবন্ধন করা হবে। নিবন্ধনের আগে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। চাইলেও দ্রুত সময়ে নিবন্ধন দেওয়া সম্ভব হয় না। কারণ এখানে বিভিন্ন সমস্যা রয়েছে।”

শাহেনুর মিয়া বলেন, “তথ্যপ্রযুক্তির উন্নয়নের দিকগুলো বিবেচনা করে ধারণা করছি, অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংবাদমাধ্যম পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে। বাংলাদেশ শিগগিরই ফাইভ জি-তে প্রবেশ করবে।”

প্রধান তথ্য কর্মকর্তা আরও বলেন, “কারা সাংবাদিকতা করছেন তার পূর্ণাঙ্গ ডাটাবেইস তৈরি চলমান রয়েছে। নির্মাণ হচ্ছে তথ্য কমপ্লেক্স। যা বাস্তবায়ন হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।”

এ সময় সাংবাদিকদের গ্রাচ্যুইটি, পেনশন ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সহানুভূতিশীল বলে উল্লেখ করেন প্রধান তথ্য কর্মকর্তা।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসির আহমেদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে রাব্বিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!