• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

৯৫ বছরের বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৬:৩৪ পিএম
৯৫ বছরের বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় ইয়াকুব আলী শিকারী নামের ৯৫ বছরের এক বৃদ্ধকে গলায় গামছা পেঁচিয়ে মারধরসহ একটি দোকান ঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার কুমারখালী গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ বেপারীর ছেলে আব্দুল জলিল বেপারীর সঙ্গে বিরোধ চলে আসছিল। রোববার রাত ৭টার দিকে পূর্ব খোন্তাকাটা গ্রামের ইয়াকুব শিকারী রায়েন্দা বাজার থেকে বাড়ি ফেরার পথে কুমারখালী এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা জলিল বেপারীসহ ২/৩ জনের একটি দল তার গলায় গামছা পেঁচিয়ে টেনে হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে শারীরিক নির্যাতনসহ দা দিয়ে আঘাত করতে উদ্যত হয়। এসময় ইয়াকুবের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে ওই বৃদ্ধকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, বৃদ্ধকে নির্যাতনের বিষয়টি তিনি শুনেছেন। তবে বৃদ্ধের সঙ্গে প্রতিপক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!