৭ মাস পর চালু হলো বনলতা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৬:০০ পিএম
৭ মাস পর চালু হলো বনলতা

ফরিদপুরে সাত মাস পর চালু হলো বনলতা সিনেমা হল। করোনায় লকডাউনের কারণে দেশের অন্যান্য সিনেমা হলের মতোই এ সিনেমা হলটিও বন্ধ ছিল প্রায় সাত মাস।

এ ব্যাপারে বনলতা সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ সোবহান জানান, দীর্ঘদিন ধরে তাদের সিনেমা হল বন্ধ ছিল সে কারণে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সরকারের কাছে কোনো প্রণোদনার আবেদন করবেন কি-না এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের আপাতত টার্গেট সিনেমা হলটা চালু হওয়া। কেননা একটা সিনেমা আনতে যে টাকা খরচ হয় তা পরে আর ওঠে না। তাই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এ জন্য আমরা আগের সিনেমা হল চালু করব। হলের পরিবেশ ঠিক রাখা। দর্শকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে হলে আসে সেটা নিশ্চিত করা। আমরা মানসম্মত ছবি চালাব এবং  পরবর্তী সময়ে সরকারের কাছে আর্থিক অনুদানের জন্য আবেদন করব।

মোহাম্মদ সোবহান বলেন, এই সিনেমা হলের মালিক সাদিকুজ্জামান মিলন পাল। আমরা সিনেমা হলটি ভাড়ায় চালাই। তবে আশা করছি সবকিছু ঠিক থাকলে এবং লকডাউন না থাকলে ফরিদপুরের সিনেমা হল অন্তত কিছুটা হলেও তার জৌলুশ ফিরিয়ে পেতে পারবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিনেমা হলটিতে ৮০ ও ১০০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে। তবে প্রথম দিন বলে লোকজনের ভিড় ততটা লক্ষ করা যায়নি।

মহামারি করোনার কারণে সাত মাস পর হল চালু করে কতটা টিকে থাকতে পারবে, সেটাই এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তারপরও হল চালু হওয়াকে ইতিবাচক দেখছেন সিনেমাপ্রেমীরা 

Link copied!