• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ০৭:১৩ পিএম
৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের দড়ি চণ্ডিবের খালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‍্যাব-১৪।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মাদক কারবারির নাম সোহেল (১৯)।

জানা যায়, সোহেল ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন। পথে ভৈরব পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের দড়ি চণ্ডিবের খালের মোড় এলাকায় তার ট্রাক্টটি থামায় র‌্যাব। পরে ইঞ্জিন কাভার, বডির নিচে টুলবক্স এবং ট্রাক্টটির বিভিন্ন স্থান থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক রাখার দায়ে সোহেলকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার চরচারতলা গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে। মাদক পরিবহনের অপরাধে টাক্টরটি জব্দ করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

সোহেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী অতিরিক্তপুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
 

Link copied!