• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

৬ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৬:৪৬ পিএম
৬ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার বালুখালী উখিয়ার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক ( ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল জানতে পারে মিয়ানমার থেকে বালুখালী এলাকায় ইয়াবার একটি বিশাল চালান পাচার হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল ওই এলাকায় বিশেষ নজরদারি শুরু করে।

রাত ১২টা ৫০ মিনিটের দিকে একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি বস্তা পাচার করার জন্য প্রচেষ্টা চালায়। 

এসময় র‍্যাবের আভিযানিক দল বালুখালী উখিয়াঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব।

পরে মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি হলো বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ৯ এর সি-১৫ ব্লকের মো. কালুর ছেলে মাহাত আমিন (১৮)।

আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ঐ স্থান দিয়ে বিভিন্ন চোরাচালান মালামাল এবং মাদকদ্রব্য পাচার করে আসছে এবং উক্ত পাচারকারী চক্রে রোহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশি জড়িত রয়েছে বলে সে স্বীকার করে।

Link copied!