জয়পুরহাটে চারটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট শহরের কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৫ জানায়, বিএসটিআইএর অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে রীতু, মিতু, রাণী ও রাজীব নামের চারটি আইসক্রিম কারখানাকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে রীতু আইসক্রিম কারখানা সিলগালা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিএসটিআইএ- এর পরিদর্শক আব্দুল হাকিম।