কক্সবাজারের ঈদগাঁও থেকে ৪০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ঈদগাঁও কালিরছড়া এলাকা থেকে এই দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন কুমিল্লার কোতোয়ালির জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার মালেকের ছেলে জাহাঙ্গীর আলম ও চট্টগ্রাম ফটিকছড়ি হলুদিয়া এলাকার আবুল বশরের ছেলে মনির হোসেন (৩১)।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য গাঁজার একটি বিশাল চালান আসবে। ওই সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাবের সন্দেহ হয়। পরে তাদের গাড়ি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা ।