২৪ ঘণ্টায় আটক ৪৪


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ১১:৪৪ এএম
২৪ ঘণ্টায় আটক ৪৪

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের আটক করা হয়।

আরও জানানো হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।আটকদের মধ্যে বোয়ালিয়া মডেল থানায় ১২ জন, রাজপাড়া থানায় ২ জন, চন্দ্রিমা থানায় ৪ জন, মতিহার থানায় ২ জন, কাটাখালী থানায় ১ জন, বেলপুকুর থানায় ৩ জন, শাহমখদুম থানায় ১ জন, এয়ারপোর্ট থানায় ৫ জন, পবা থানায় ২ জন, কাশিয়াডাঙ্গা থানায় ৪ জন, দামকুড়া থানায় ১ জন ও ডিবি পুলিশ ৭ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩১ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জন আটক করা হয়েছে।

অভিযানে মোট ১১৫.৮ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাইমদ ও ২ কেজি ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় রাজশাহী পুলিশ।

Link copied!