• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৭:৫৬ পিএম
১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ এবং ১ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) টেকনাফের নাইট্যং পাড়ার ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া অফিসার লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক পাচারকারী মো. আজমির আলী (৩১) যশোরের বেনাপোল ছোট আঁচড়া এলাকার মো. সোহারাবের ছেলে।

লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, ইয়াবার একটি বড় চালান টেকনাফের ওপর দিয়ে নিয়ে যাওয়া হবে এমন একটি খবর আসে তাদের কাছে। এ খবরের ভিত্তিতে আজ ভোরে বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে একদল কোস্টগার্ড সদস্য টেকনাফ নাইট্যং পাড়ার ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা থামার সংকেত দেয়। পরবর্তীতে তাতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ এবং আজমিরকে আটক করা হয়।

Link copied!