১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলা : শিক্ষামন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ১২:৪৬ পিএম
১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলা : শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ খুলে দেওয়া হবে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুরে মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ডা. দীপু মনি আরো জানান, নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়ে শিক্ষার্থীদের উৎকণ্ঠার কোনো কারণ নেই।

এরআগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেসরকারি একটি টিভি চ্যানেলেও এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, “বিশেষজ্ঞরা মনে করছেন সংক্রমণের হার কমতে শুরু করেছে। আগামী দিনে আরও কমবে। তাই ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।”

শিক্ষামন্ত্রী আরো বলেন, “এর মধ্যে বড় কোনো সমস্যা না হলে আমরা ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। তখন সঠিক মনিটরিংও নিশ্চিত করা হবে।”

শিক্ষার্থীদের টিকা দেয়া নিয়ে ডা. দীপু মনি বলেন, ১৮ বছর বয়সীদের টিকার ব্যবস্থা করা হয়েছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে ১২ বছর বয়সী পর্যন্ত টিকার ব্যবস্থা করা হচ্ছে।

 

Link copied!