গাজীপুরের টঙ্গী সেতুর ধসে পড়া স্ল্যাব মেরামত শেষে ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে।
রোববার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে সেতু দিয়ে যানবাহন চলতে শুরু করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, “টঙ্গী সেতু মেরামতকাজ শেষ হয়েছে। ঢাকা ও গাজীপুর পুলিশের সেতু খুলে দেওয়া হয়েছে।”
বিআরটি প্রকল্পের পরিচালক (সেতু বিভাগ) মহিরুল ইসলাম শনিবার (২০ নভেম্বর) দুপুরে বলেন, “আজ (শনিবার) রাতেই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।”
৯ নভেম্বর রাত ৩টার দিকে সেতুর একটি স্ল্যাবের কিছু অংশ ধসে পড়ে। কর্তৃপক্ষ ১০ নভেম্বর রাত থেকে সেতুটি বন্ধ করে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।