সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ইকতিয়ার হোসেন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই রায় দেন।
সাজাপ্রাপ্ত ইকতিয়ার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর ব্যাপারিপাড়া মহল্লার আজাদ বেপারির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ এপ্রিল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইকতিয়ার হোসেনকে আটক করে পুলিশ। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। দীর্ঘ শুনানি ও তথ্য প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।