মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) সদস্যরা।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টায় উল্লাপাড়া থানাধীন শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে অপরাধীদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার হাসিবুল আলমের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন এসআই মো. মেহেদী হাসান ও তার ফোর্স।
গ্রেপ্তার আসামিরা হলেন অক্ষয় চন্দ্র সূত্রধরের ছেলে শ্রী স্বপন কুমার (৪৯), আজিম হোসেনের ছেলে মো. লিটন প্রামানিক, মো. কিসমত আলীর ছেলে মো শহিদুল ইসলাম (৪০) এবং মো. আনোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন (২০)। আসামি সবাই সিরাজগঞ্জের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।