দেশব্যাপী গ্রাহকদের মধ্যে বিশাল আলোড়ন সৃষ্টি করেছে ‘হিরো বাইক মেলা’। যেখানে নভেম্বর মাস জুড়ে মোটরসাইকেল কিনে লটারির মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ছিল।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ পঞ্চম সপ্তাহের বিজয়ী বিএম ওসমান গনির হাতে নতুন টাটা ইনডিগো প্রাইভেটকার হন্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের সিইও নগেন্দ্র দুবেদি এবং নিলয় মটরস্ লিমিটেডের সিএমও আবু আসলাম। এ ছাড়া স্থানীয় চ্যানেল পার্টনার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে মিডিয়ার উপস্থিতিতে র্যাফেল-ড্র এর মাধ্যমে হিরো বাইক মেলার পঞ্চম সপ্তাহের ভাগ্যবান বিজয়ীকে নির্বাচিত করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ।
নতুন গাড়ি হাতে পেয়ে ওসমান গনি বলেন, ‘আমি প্রথমে ধন্যবাদ জানাই প্রতিষ্ঠানের সব কর্মকর্তাদের এই ধরনের আয়োজন করার জন্য। বাইক কিনে গাড়ি জিতব এটা কখনো ভাবিনি। আমি খুবই আনন্দিত।’
নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান বলেন, হিরো মোটরসাইকেল অতীতেও গ্রাহকদের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতে তা অব্যহত থাকবে। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এ সময় ‘হিরো বাইক মেলা’ বর্তমান বাজারে ব্যাপক সাড়া জাগিয়েছে বলেও জানান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।