গাজীপুরের একটি বাসা থেকে হাসপাতাল মালিক ও নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ জানুয়ারি) গাজীপুরের জাঝর এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত দুইজন হেলেন লিমা রহমান (২৫) ও স্থানীয় সিগমা ডায়াগনস্টিক সেন্টারের এমডি রজত কান্তি চৌধুরী (৩৭)।
রজতকান্তি চৌধুরী সিলেট সদর উপজেলা বোরাইয়া এলাকার রঞ্জিত চৌধুরীর ছেলে। লিমা রহমানের বাড়ি কালীগঞ্জ উপজেলার বেতয়া এলাকায়।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তের তথ্যে জানা গেছে ওই তরুণী গাজীপুর শহরে একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করতেন। সে সময় হাসপাতালের মালিক রজতকান্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জানাজানি হলে তরুণী সেই চাকরি ছেড়ে গাছা এলাকায় একটি সোয়েটার কারখানায় চিকিৎসা সহকারীর পদে চাকরি নেন। লিমা রহমান শনিবার কারখানায় না যাওয়ায় লাঞ্চের বিরতির সময় তার খোঁজ নিতে কারখানা কর্তৃপক্ষ তার বাসায় লোক পাঠায়। বাসায় বাহির দিক থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে লিমা ও রজত কান্তিকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রেকর্ড করে মৃত্যু রহস্য উদঘাটনের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।”