সুনামগঞ্জের শাল্লায় দাড়াইন নদীর বেড়িবাঁধ ভেঙে কৈয়ারবন ও পুটিয়া হাওর ডুবে গেছে। এতে হাওরের ৪০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে বাঁধ ভেঙে হাওর ডুবে যায়।
স্থানীয় কৃষকরা জানান, শাল্লা ব্রিজের পাশে হাওর রক্ষা বাঁধের একটি প্রকল্প দিলে অকাল বন্যায় চোখের সামনে তলিয়ে যেত না এসব ফসলি জমি। অন্যান্য বছর এই জায়গায় প্রকল্প দেওয়া হলেও এ বছর না দেওয়ায় ডুবে গেল হাওরের ৪০ হেক্টর জমির ফসল।
শাল্লার ডুমরা গ্রামের কৃষক বাদল দাস বলেন, “পানি উন্নয়ন বোর্ড কত অপ্রয়োজনীয় প্রকল্পে মাটি ফেলে। এই বাঁধে কিছু টাকা খরচ করে মাটি ফেললে আজ এমন দশা হতো না কৃষকদের।”
ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের কৃষক অনুপ সরকার বলেন, “হাওরে অস্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে সরকার কৃষকদের বিপদে ফেলেছে। নদী খনন না করলে বাঁধ দিয়ে ফসল রক্ষা করা যাবে না।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৈয়ারবন ও পুটিয়া হাওরে ৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কিন্তু কোনো জমির ফসল এখনো কাটা হয়নি। বাঁধ ভেঙে ৪০ হেক্টর জমির ধান ডুবে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব বলেন, “কৈয়ারবন ও পুটিয়া হাওরের প্রায় ৪০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তবে ওই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতার বাইরে। এরপরও আমরা চেষ্টা করেছি, ফসলি জমি রক্ষা করার। কিন্তু পাহাড়ি ঢল ও নদীর পানি বেড়ে যাওয়ায় রক্ষা করা সম্ভব হয়নি।”