হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচার হাতে খুন হয়েছেন আখঞ্জী ফারিয়াব (২৫) নামের এক যুবক।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিজুরী চক সুখচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আখঞ্জী ফারিয়াব উপজেলার চকসুখচর গ্রামের আখঞ্জী মাহমুদ আল হক মুন্নার ছেলে। অভিযুক্তের নাম খালেদ আখঞ্জী।
জানা যায়, দীর্ঘদিন ধরে খালেদ আখঞ্জীর সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে নিহতের বাবা আখঞ্জী মাহমুদ আল হক মুন্নার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ফারিয়াব আখঞ্জীর স্ত্রীকে মারধর করেন খালেদ আখঞ্জী। এতে ফরিয়াবের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। বিকেলে ফারিয়াব বাড়ি ফিরলে তাকে ছুরিকাঘাত করেন খালেদ আখঞ্জী। স্থানীয় লোকজন আহত ফারিয়াবকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে। লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। অভিযুক্ত চাচাকেও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।”