• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

হত্যা মামলায় ছেলের ফাঁসি, বাবাসহ ৩ জনের যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৪:২১ পিএম
হত্যা মামলায় ছেলের ফাঁসি, বাবাসহ ৩ জনের যাবজ্জীবন

নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় এক ছেলেকে ফাঁসির আদেশ এবং বাবাসহ অপর দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নড়াইলের কালিনগর গ্রামের ছায়েন উদ্দিনের ছেলে আলমগীর ভূঁইয়া। এছাড়া আলমগীরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, ছায়েন উদ্দিন ভূঁইয়া তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রাম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াগাতী থানার কালিনগর গ্রামে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সঙ্গে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে সালিশ বৈঠক হয়। সালিশের পর ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশি অস্ত্র ধারালো বুকে ঢুকিয়ে হত্যা করে। 

দীর্ঘ শুনানি শেষে ওই দুই মামলায় রোববার (২১ নভেম্বর) আদালত এ রায় দেন। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত এবং বাকীদের ইতোপূর্বের হাজতকালীন সাজার মেয়াদ বাদে তারা বাকী সাজা ভোগ করবেন। 

Link copied!