• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত 


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০২:৪৮ পিএম
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত 

মানিকগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (২০ মার্চ) সকালে র সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে কিটিংচর কাঁচামাল আরতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম আবু সাইদ তালুকদার। রাজবাড়ী সদর থানার বানীবহ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এনজাল হক তালুকদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মানিকগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীরা প্রাইভেটকার ও চালক শেখ মো. রবিউল ইসলামকে (৫৮) আটক করে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। 

আটক রবিউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাদপুর গ্রামের মৃত শেখ মাহাতাব উদ্দিনের ছেলে বলে জানা গেছে । 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!