সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৮:০৪ পিএম
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রানা ইসলাম নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রানা ইসলাম (১৮) জয়রামপুর শেখ পাড়ার রাজা মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রানা ইসলাম মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় মূল রাস্তায় উঠতে গেলে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রানা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার জানান, রানা ইসলামের বুকে ও মাথায় প্রচণ্ড লাগায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, দুর্ঘটনার খবর জেনেছি। পরিবারের কোনো অভিযোগ এখনো পাইনি।

Link copied!