পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৬ আগস্ট) রাতে উপজেলার খয়খাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী নাম গোলাম রব্বানী (৩০)। তিনি উপজেলার বুড়াবুড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী বাংলাবান্ধা থেকে মোটরসাইকেলযোগে বুড়াবুড়ি যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় মোবাইলে ফোনে কথা বলছিলেন তিনি। রব্বানী খয়খাটপাড়ায় পৌঁছালে বালুর টিবির সঙ্গে ধাক্কা লাগলে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।