• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই শিক্ষার্থীর


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৪:৩৪ পিএম
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২২ নভেম্বর) দুপুর ১টায় মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড ও গাংনী উপজেলার আড়পাড়া বাজারের অদূরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হল গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের তৌফিক মোল্লার ছেলে এসএসসি পরীক্ষার্থী আলমগীর হোসেন (১৭) ও গোপালনগর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী রোজা (৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে আলমগীর হোসেন মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বাবা মায়ের সঙ্গে মোটরসাইকেল যোগে নানী বাড়ি যাওয়া পথে ধান ভর্তি ট্রলির সাথে ধাক্কা লেগে প্রথম শ্রেণির ছাত্রী রোজা গুরুত্ব আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য গাংনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনায় মৃত্যু দুঃখ জনক। সকলে সচেতন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!