সড়ক দুর্ঘটনায় এসআই নিহত


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ১২:১৫ পিএম
সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪০) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে নেত্রকোনা-বারহাট্টা সড়কের সদর উপজেলার সতরশ্রী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান বারহাট্টা থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেতগাছিয়া এলাকায়। 

পুলিশ জানায়, হাবিবুর রহমান নেত্রকোনা শহরে দাপ্তরিক কাজ সেরে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বারহাট্টায় আসছিলেন। পথে রাত আটটার দিকে নেত্রকোনা-বারহাট্টা সড়কের সতরশ্রী প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিপরীতমুখী ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন হাবিবুর। পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাবিবুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে ওই হাসপাতালে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ময়নাতদন্ত শেষে হাবিবুর রহমানের লাশ বারহাট্টা থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। সেখানে সহকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইনসে জানাজা শেষে লাশ ধোবাউড়ায় গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।”

হাবিবুর রহমান ২০০০ সালের ১৯ মে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন। এক বছর আগে তিনি এসআই হিসেবে বারহাট্টা থানায় আসেন। এর আগে আটপাড়ায় কর্মরত ছিলেন। তার অষ্টম শ্রেণিতে পড়া এক মেয়ে ও পঞ্চম শ্রেণিতে পড়া এক ছেলে রয়েছে। গত বছরের ৩০ এপ্রিল হাবিবুরের স্ত্রী করোনায় সংক্রমিত হয়ে মারা যান।
 

Link copied!